প্রতিষ্ঠানের ইতিহাস

image-not-found

ছারছীনা শরীফের মোজাদ্দেদে জামান শাহসূফী আবু জাফর মোহাম্মদ সালেহ (রহঃ) ও নেছারাবাদের হাদীয়ে জামান আলহাজ্ব মাওলানা আজিজুর রহমান নেছারাবাদী কায়েদ সাহেব হুজুর (রহঃ) দ্বয়ের নেক দোয়া এবং আলহাজ্ব মাওলানা আব্দুল মতিন- পীর সাহেব, নাঙ্গুলী দরবার শরীফ এর অক্লান্ত পরিশ্রমে গড়ে ওঠেছে নাঙ্গুলী নেছারিয়া কামিল মাদ্রাসা ও তৎসংলগ্ন দ্বীনি প্রতিষ্ঠান সমূহ।
রাসূলে কারীম (সঃ) এর সুন্নতের পূর্ণ অনুশীলনের মাধ্যমে ইসলামের প্রচার ও প্রসারের মহান উদ্দেশ্যকে সামনে রেখে হযরত কায়েদ সাহেব হুজুরের নাতি জামাতা আলহাজ্ব মাওলানা আব্দুল মতিন- পীর সাহেব, নাঙ্গুলী দরবার শরীফ অত্র প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন এবং অদ্যাবধি এ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে বিভিন্ন খিদমতের আনজাম দিয়ে আসছেন।
ছারছীনার মরহুম পীরের বাণী-‘বাবা! এক টাকা দিয়ে কাজ শুরু করো, লক্ষ টাকার কাজ হবে’- কে মূলমন্ত্র হিসেবে গ্রহণ করে ১৯৭৬ সালে একটি ফোরকানিয়া মাদ্রাসা প্রতিষ্ঠার মাধ্যমে তিনি এ দ্বীনি খেদমত শুরু করেন। পরবর্তীতে ১৯৮২ সালে ইবতেদায়ি ও ১৯৮৫ সালে দাখিল মাদ্রাসা, সালেহিয়া এতিমখানা ও লিল্লাহবোর্ডিং প্রতিষ্ঠা করেন। ১৯৮৭ সালে এটি আলিম, ২০০০ সালে ফাজিল ও ২০২২ সালে কামিল স্তরে উন্নিত হয়।

নাঙ্গুলীর হুজুরের তীক্ষ্ণ মেধা, অসাধারণ ত্যাগ-তিতিক্ষা এবং ধর্মপ্রাণ জনসাধারনের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় আজ এ মাদ্রাসাটি দক্ষিণ বাংলার অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। ফলে প্রতি বছর এ প্রতিষ্ঠান থেকে পঞ্চম, অষ্টম, দাখিল, আলিম, ফাজিল ও কামিল জামাতে শতভাগ পাশসহ গোল্ডেন A+, A গ্রেড সহ নিয়মিত ট্যালেন্টপুল বৃত্তি পেয়ে আসছে।

অধ্যক্ষের বাণী

image-not-found

حامدا ومصليا ومسلما، أما بعد
জাতির এ ক্রান্তিলগ্নে তাদেরকে সঠিক পথ প্রদর্শনের জন্য প্রয়োজন ধর্মীয় ও আধুনিক জ্ঞানের সমন্বয়ে উন্নত ও আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। বাস্তবতা হচ্ছে, এ ধরনের প্রতিষ্ঠান ক্রমশ কমেই চলেছ। আল্লাহর অশেষ মেহেরবানীতে নাঙ্গুলী নেছারিয়া কামিল মাদ্রাসাটি ১৯৮৫ সনে প্রতিষ্ঠিত হয়ে এখন পর্যন্ত আদর্শিক উন্নয়ন ও সফলতার সাথে চলমান রয়েছে। আধুনিক শিক্ষার সাথে সমন্বয় রেখে, আহলুস্‌ সুন্নাত ওয়াল জামা'আতের অনুসৃত পথে কুরআন – সুন্নাহর আদর্শ অনুসরণের মাধ্যমে আল্লাহ ভীরু , সৎ ও দক্ষ জনশক্তি গড়ে তোলাই নাঙ্গুলী নেছারিয়া কামিল মাদ্রাসার লক্ষ্য। সম্মানিত অভিভাবক, আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য নাঙ্গুলী নেছারিয়া কামিল মাদ্রাসার প্রতি আপনি পূর্ণ আস্থা রাখতে পারেন। আমরা আপনার আদরের সন্তানটিকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা ও সহযোগিতা করব, ইনশাআল্লাহ! -মাওলানা মোঃ আব্দুল মতিন

মাদ্রাসার বৈশিষ্ঠ্য

image-not-found

নাঙ্গুলী নেছারিয়া কামিল মাদ্রাসার বৈশিষ্ঠ্যঃ
১। মনোরম ও কোলাহল মুক্ত পরিবেশ।
২। শিক্ষার্থীদেরকে আমল-আখলাক, পোষাক-পরিচ্ছেদে সুন্নতে নববীরপূর্ণ অনুসারী হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা।
৩। বিশুদ্ধ কুরআন তিলাওয়াত, জরুরী মাসনুন দোয়া ও মাসায়েলে বিশেষ গুরুত্বারোপ।
৪। আরবি, ইংরেজি, বাংলা ব্যাকরণ, সাধারণ গনিত ও আইসিটি বিষয়ে বিশেষ প্রশিক্ষণ কোর্স।
৫। প্রতিমাসে ক্লাস পরীক্ষার মাধ্যমে পাঠের মান নির্ণয় ও উন্নয়ন।
৬। আধুনিক মাল্টিমিডিয়া প্রজেক্টরের সাহায্যে গুরুত্বপূর্ণ ক্লাস।
৭। বছরে একবার বাংলাদেশের ঐতিহাসিক স্থান সমূহে শিক্ষা সফর।
৮। বাৎসরিক কুইজ, সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানও পুরস্কার বিতরণ।